Barak UpdatesBreaking News
ধলাইয়ে সড়ক দুর্ঘটনায় হত ২
Two lost lives in a road mishap at Dholai

নন্দুপাড়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। উত্তম-মধ্যম দিয়ে তাকে নিয়ে আসা হয় নতুনবাজার বাজার পাহারাদারের কাছে। তখন রাত আড়াইটা। পাহারাদার বছর পঞ্চাশের বসন্ত নাথ তাকে আটকে রাখতে অস্বীকার করেন। অভিযুক্তকে থানা বা বাজার সম্পাদকের কাছে নিয়ে যেতে পরামর্শ দেন। এ নিয়ে নন্দুপাড়ার মানুষের সঙ্গে আইজল-শিলচর জাতীয় সড়কে দাঁড়িয়েই তার কথা কাটাকাটি হচ্ছিল।
আচমকা আইজলের দিক থেকে দ্রুতবেগে একটি ম্যাক্সিক্যাব গাড়ি জটলার উপর দিয়ে চলে যায়। পাহারাদার বসন্ত নাথ ঘটনাস্থলে নিহত হন। নন্দুপাড়ার শিবু রবিদাসকে নিয়ে মেডিক্যালের উদ্দেশে রওয়ানা হলে সোনাবাড়িঘাট পৌঁছামাত্র তিনিও শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শিবু পেশায় পাইপমিস্ত্রি। একে গভীর রাত, অন্যদিকে দ্রুত পালিয়ে যাওয়ায় গাড়িটির নম্বর দেখা যায়নি। ফলে গাড়িটির আর হদিশ মেলেনি। দুর্ঘটনার সময়ে অভিযুক্ত চোরও পালিয়ে যায়।