Barak UpdatesHappeningsBreaking News
না হওয়া পরীক্ষার ফি ফিরিয়ে দিতে অধ্যক্ষদের এবিভিপির স্মারকপত্র
১ ডিসেম্বরঃ করোনার জন্য একাদশ তথা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা হয়নি এ বার। সবাইকে দ্বাদশ শ্রেণি তথা দ্বিতীয় বর্ষে উন্নীত করা হয়। কিন্তু ফি সংগ্রহ করা হয়েছিল অনেক আগেই। এখন সংগৃহীত ফি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলেজের অধ্যক্ষদের কাছে এ নিয়ে দাবিপত্র পেশের পর তাঁরা মঙ্গলবার সাক্ষাত করেন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল এবং অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষের সঙ্গে। ফি ফিরিয়ে দেওয়ার দাবিতে দেন স্মারকপত্র। এবিভিপি প্রতিনিধি দল নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, ডিএনএনকে হায়ারা সেকেন্ডারি স্কুল, গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল এবং গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষদের সঙ্গে দেখা করেও স্মারকলিপি পেশ করে। এ দিনের কর্মসূচিতে অংশ নেন এবিভিপি কর্মকর্তা রোহন রায়, কিশলয় চক্রবর্তী, রোহিত চন্দ প্রমুখ। তাঁরা জানিয়েছেন, অধ্যক্ষরা ছাত্রদের ফি ফিরিয়ে দিতে সম্মত হয়েছেন।