SportsBreaking News
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টির দল ঘোষিত, নেই ধোনি
T20 Indian Team to play against South Africa declared, Dhoni not included

২৯ আগস্টঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই দলে নেই মহেন্দ্র সিংহ ধোনি। ফলে ঋষভ পন্থকেই উইকেটের পিছনে দাঁড়াতে হবে। তিন ম্যাচের প্রথম টি টোয়েন্টি ম্যাচ, ১৫ সেপ্টেম্বর ধর্মশালায় । বাকি দু’টি ম্যাচ হবে ১৮ সেপ্টেম্বর মোহালিতে ও ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলের অধিনায়ক বিরাট কোহালি। রোহিত শর্মা সহ অধিনায়ক। ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, ধোনিকে বাদ দেওয়া। ভারতের প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে অনন্ত জল্পনা চলছে। ভারতের ক্রিকেটে এ নিয়ে ফের ঝড় উঠবে বলেই অনুমান করা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি নিজেই সরে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের পরেই বিশ্রাম নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি যে খেলবেন না, তা জানাননি মাহি।
ঘোষিত ভারতীয় দল— বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ন, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, ক্রনাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, রাহুল চহার, খলিল আহমেদ, দীপক চহার ও নভদীপ সাইনি।