Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও চালু হচ্ছে প্লাজমা থেরাপি, বোর্ড গঠিতPlasma Therapy to begin at Silchar, Board formed
২৭ জুলাইঃ শিলচর মেডিক্যাল কলেজেও প্লাজমা থেরাপি চালু হতে চলেছে। সে জন্য যাবতীয় প্রস্তুতি শেষ হওয়ার পথে। অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানান, বুধবার প্লাজমা সেপারেটর প্রতিস্থাপিত হওয়ার কথা রয়েছে। যারা উপসর্গ সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাঁদের সঙ্গে জেলা প্রশাসন ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ রেখে চলেছেন। তাঁদের কেউ প্লাজমা দানে উৎসাহিত হলে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্লাজমা দান শুরু হলেই এখানেও নতুন পদ্ধতিতে চিকিৎসা বা প্লাজমা থেরাপি শুরু হবে।
তিনি আশাবাদী, আগামী সপ্তাহেই এখানে প্লাজমা পাওয়া যাবে এবং তা রোগীদের চিকিতসায় ব্যবহার করা হবে।এ ব্যাপারে একটি বোর্ড গঠন করা হয়েছে৷ এ ছাড়াও রাজ্য সরকারের পক্ষে বিষয়টি দেখভালের জন্য ডিএমই সুমন চৌধুরীকে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে৷ সুমনবাবু বলেন, প্রথমে তাঁরা করিমগঞ্জের ১০-১১ জন করোনামুক্ত হওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন৷ তাঁদের প্লাজমাদানে উৎসাহিত করা হচ্ছে৷ তিনি আশাবাদী, শীঘ্র ইতিবাচক সাড়া মিলবে৷