NE UpdatesHappeningsBreaking News

আগরতলায় আক্রান্ত সুস্মিতা দেব
Sushmita Dev attacked in Tripura

ওয়েটুবরাক, ২২ অক্টোবর : আগরতলায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আক্রমণের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ তাঁর সঙ্গে প্রচারে অংশ নেওয়া একজন দলীয় কর্মীকে প্রচণ্ড মারধর করা হয়৷ পরে তাঁকে নিয়ে সাংসদ সুস্মিতা গাড়িতে বসলে গাড়ির ওপর নাগাড়ে ঢিল চলতে থাকে৷ সুস্মিতা সহ গাড়িতে থাকা সকলের শরীরে ঢিল পড়ে৷ জখম অবস্থায় তাঁরা আমতলি থানায় গিয়ে এজাহার দেন৷

Rananuj

এজাহারে সুস্মিতা জানান, আমতলি বাজার এলাকায় দলের প্রচার গাড়িতে চড়ে তিনি স্থানীয় মানুষদের ঘাসফুল পতাকাতলে সামিল হতে আহ্বান জানাচ্ছিলেন৷ আচমকা একদল বিজেপি কর্মী সেখানে গিয়ে চড়াও হয়৷ তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের মারধর করে৷ তিনি গাড়িতে বসে থাকা অবস্থায় তাঁর গাড়িতে লাগাতার ঢিল ছোঁড়ে৷

তৃণমূলের পক্ষ থেকে সাংসদ দেবের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়৷ সুস্মিতা দেব বলেন, ত্রিপুরায় যে আইনের শাসন নেই, আরও একবার প্রমাণিত৷ তিনি আশাবাদী, জনগণ উপযুক্ত সময়ে এই সবের জবাব দেবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker