Barak UpdatesHappenings
করিমগঞ্জের ৪০ পরিবারে খাদ্যসামগ্রী দিল এসইউসিআইSUCI gives food stuff to 40 families in Karimganj
২৩ এপ্রিল: এসইউসিআই-র পক্ষ থেকে বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের ৪০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, কুয়াশ, সোয়াবিন, তেল, মশলা, বিস্কুট, সাবান ইত্যাদি বিতরণ করা হয়।করোনা সংক্রমণ রুখতে লকডাউন অতি প্রয়োজনীয় হলেও স্বল্প আয়ের পরিবারগুলোর পক্ষে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে থেকে পরিবারের খাদ্য জোগানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং নানা ক্লাব ও এনজিও-র পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগেও রেশন বিতরণ করা হচ্ছে। এই অবস্থায় এসইউসিআই দলের করিমগঞ্জ জেলা কমিটি সকলের সঙ্গে হাত মিলিয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে।
সাধারণ মানুষের এই অসহায় পরিস্থিতিতে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে যথাসাধ্য সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু পরিবারের হাতে দ্বিতীয় বারের মত নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং খাদ্যদ্রব্য তুলে দেন তাঁরা৷ গত ১১ এপ্রিল প্রথমবারের মত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল৷ আগামীতেও এই কর্মসূচি করার চেষ্টা থাকবে বলে জানান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য৷ তিনি জানান, এই ত্রাণ কার্য কর্মসূচিতে দলের প্রতি সহানুভূতিশীল অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন৷