Barak UpdatesBreaking News
উপাচার্য, রেজিস্ট্রারের অফিসরুমে তালা লাগাল ছাত্ররাStudents lock the office rooms of VC & Registrar of Assam University
৩০ সেপ্টেম্বরঃ খাতা দেখে মার্কশিটে নম্বর তোলার আগে ছাত্রদের দেখিয়ে নিতে হবে। এমন দাবিই মেনে নিয়েছিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকরা বেঁকে বসায় অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন আদায় সম্ভব হয়নি। ছাত্র সংসদ এখন এ নিয়ে আন্দোলনে নেমেছে। উপাচার্য ও রেজিস্ট্রারের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। তাঁদের দুজনের কেউ অবশ্য এ সময়ে বিশ্ববিদ্যালয়ে নেই। উপাচার্য সরকারি কাজে অন্যত্র রয়েছেন। রেজিস্ট্রার ছুটিতে। ছাত্ররা জানিয়ে দিয়েছে, ফিরলেও দাবি না মানা পর্যন্ত তাদের অফিসে ঢুকতে দেওয়া হবে না।
গত ২৩ জুলাই উপাচার্য পরীক্ষার খাতা মার্কশিট তৈরির আগে ছাত্রদের দেখানোর ব্যাপারে রাজি হয়ে যান। গত শুক্রবারের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের আলোচ্যসূচিতে একে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আসাম বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশন (আউটা) তাতে আপত্তি জানান। সঙ্গে সায় দেয় আসাম কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখা। তারা যৌথভাবে শুক্রবারের বৈঠক বয়কট করে।
অ্যাকাডেমিক কাউন্সিলে শিক্ষকরাই সংখ্যায় বেশি বলে কোরামের অভাবে সে দিন বৈঠক বাতিল করতে হয়। এর পরই ক্ষেপে ওঠে ছাত্ররা। তাদের যুক্তি, প্রায়ই মার্কশিটে গন্ডগোল থাকে। পুনঃপরীক্ষার জন্য একে তো ফি দিতে হয়, এর ওপর ফলাফল জানতে খুব দেরি হয়। তাতে পরের বারের পরীক্ষা এগিয়ে এলেও ছাত্ররা বুঝতে পারে না, আবার পরীক্ষায় বসতে হবে নাকি নম্বর বেড়েছে। তাই খাতা দেখার পর মার্কশিটে নম্বর তোলার আগে পরীক্ষার্থীদের দেখিয়ে নিলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে তারা।
আউটা অবশ্য উপাচার্যকে জানিয়ে দিয়েছে, খাতা দেখানোর ভাবনা বাতিল না হওয়া পর্যন্ত তারা বয়কট অব্যাহত রাখবে।