Barak UpdatesHappeningsBreaking News
কড়া নিয়ম আসছে! শিলচরে যত্রতত্র অটোরিক্সায় তোলা যাবে না যাত্রী, লাগাতে হবে পারমিটের ফটোকপিওStringent rules to come! Auto-rickshaws cannot pick up passengers from wherever they want
১৪ নভেম্বর : শিলচর শহরে অটোরিক্সা চলাচলের ক্ষেত্রে নিয়মকানুন আরও কঠোর হচ্ছে। এ বার যেখানে সেখানে দাঁড়িয়ে অটোরিক্সা যাত্রী তুলতে পারবে না। যাত্রী ওঠানামার জন্য শিলচর শহরের বেশ কিছু স্থান নির্ধারণ করে দিয়েছে পুরসভা। নতুন করে আরও কিছু স্থান ঠিক করে দেওয়া হবে। ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ ইতিমধ্যেই নির্ধারিত পয়েন্টগুলো চিহ্নিত করেছে। খুব শীঘ্রই এই স্থানগুলো যাত্রী ও সাধারণ মানুষের সুবিধার জন্য প্রকাশ করা হবে।
শিলচর শহর এলাকায় যানজট মারাত্মক বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন ও অটোরিক্সা সংস্থার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই সভাতেই সিদ্ধান্ত অনুযায়ী ট্রাফিক পুলিশকে বলা হয়েছে, অটোরিক্সাগুলো যাতে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী না তুলতে পারে সে ব্যাপারে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ই-রিক্সা চলাচলে সীমাবদ্ধতা আনার কথাও বলা হয়েছে।
এই সভায় আরও বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি অটোরিক্সার দুদিকে এবং ভেতরে অর্থাৎ চালকের বসার স্থানের ঠিক পেছনে অটোচালকের নাম, মোবাইল নম্বর, পারমিট সেন্টারের নাম, নম্বর ইত্যাদি লিখে রাখতে হবে। একইসঙ্গে পারমিটের ফটোকপি উইন্ড স্ক্রিনে লাগিয়ে রাখতে হবে।
Auto, rikshow, toto & bicycle are mostly responsible for traffic jam. All these slow running vehicle oftenly run on mid of the road, causes obstruction for fast running cars. Also overtake is a big issue for all those slow running vehicle.
It is also seen Motorcycles are oftenly reach to extreme right side of the road and blocked the road for vehicles coming from opposit direction.
Thanks for your Mr. Sandip Das. Stay connected with way2barak.
Regards
Team way2barak