NE UpdatesAnalyticsBreaking News
বরাকের পণ্য পরিবহণ নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা সর্বানন্দেরSonowal talks to his Meghalaya counterpart, requests unperturbed movement of vehicles to Barak
৯ জুলাই ঃ বরাকের পণ্য পরিবহণ নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন সর্বানন্দ সনোয়াল। টেলিফোনে আলোচনার সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে মেঘালয়ের উপর দিয়ে বরাক উপত্যকার জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যাতে ঠিকঠাকভাবে আসতে পারে, সে ব্যাপারে তিনি বিশেষ জোর দেন। মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটি থেকে পণ্য নিয়ে লরিগুলো মেঘালয়ের উপর দিয়ে বরাকে আসছে। ফলে এই পণ্যবাহী লরিগুলো আসার ক্ষেত্রে যাতে কোনও বিপত্তি না বাধে সে প্রসঙ্গেও তিনি আলোচনা করেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এ ব্যাপারে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, বরাক উপত্যকা সহ ত্রিপুরা ও মিজোরামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধপত্র নিয়ে আসার ক্ষেত্রে মেঘালয়ের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক ব্যবহার করা হয়। বর্তমানে লকডাউনের মধ্যে বেশিরভাগ রাজ্যই তাদের সীমা বন্ধ করে দিয়েছে। সীমান্তে কোভিড টেস্টিং করার পরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।