Barak UpdatesBreaking News

শ্রীহট্ট আর্ট ক্যাম্পে যাচ্ছেন বরাকের ৬ শিল্পী
Six artists of Barak Valley to attend Srihatta Art Camp in Bangladesh

১৯ ফেব্রুয়ারিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরাক-সুরমার চিত্রশিল্পীরা এ বার যৌথ প্রয়াস গ্রহণ করেছে। আয়োজন করছে শ্রীহট্ট আর্ট ক্যাম্প।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এই ক্যাম্প শুরু হবে সকাল ৮টায়। চলবে রাত ৮টা পর্যন্ত। তাতে বরাক উপত্যকা থেকে ৬জন চিত্রশিল্পী অংশ নেবেন।

সুরমা উপত্যকা তথা শ্রীহট্টের থাকবেন ১০জন শিল্পী। মূল আয়োজক সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন। ব্যবস্থাপনায় শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস। সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটও রয়েছে সহযোগিতায়।

তাদের আমন্ত্রণে সিলেট যাচ্ছেন জয়দীপ ভট্টাচার্য, সন্দীপন  দত্ত পুরকায়স্থ, সাগর রায়, অরূপ মজুমদার, লুতফুর রহমান লস্কর ও গৌতম চক্রবর্তী। তাঁদের মধ্যে গৌতমবাবু করিমগঞ্জের বাসিন্দা। বাকিরা কাছাড়ের।

এই দলে মুখ্য সংযোজক হিসেবে থাকবেন শিলচরের জয়দীপ চক্রবর্তী।

সুরমা উপত্যকার শিল্পীরা হলেন সত্যজিত চক্রবর্তী, আশিস আচার্য, অরবিন্দ দাশগুপ্ত, অপুকান্ত ঋষি, মিতালি দেব, ইষিতা রায়, ইসমাইল গণি হিমন, আলি দিলোয়ার, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সু্মন ও দীপ্ত আচার্য। সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশনের সদস্য সচিব ইসমাইল গণি হিমন বরাকের শিল্পীদের ২০ ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক সীমান্ত পেরোতে অনুরোধ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker