NE UpdatesAnalyticsBreaking News

Coronavirus: Assam govt assures of no infected patient in the state
আসামে করোনা ভাইরাসে সংক্রমণ নেই : মন্ত্রী পীযুষ

৩ ফেব্রুয়ারি : আসামে এ পর্যন্ত কোনও ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হননি। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকা সাংবাদিকদের জানিয়েছেন, আসামে এ পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাব হয়নি। কেরলে কর্মরত মরিগাও-এর এক যুবকের জ্বর শ্বাস-প্রশ্বাসজনিত ও চর্মরোগের জন্য শরীর খারাপ হয়েছে বলে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়েছে। ওই যুবককে গুয়াহাটি মেডিক্যাল কলেজে পৃথকভাবে ভর্তি করে রাখা হয়।

তিনি বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ওই যুবকের দেহে করোনা ভাইরাসে আক্রান্ত হবার কোনও লক্ষণ পাননি। মন্ত্রী হাজারিকা বলেছেন, রাজ্য সরকার এই রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে গুয়াহাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আর কে তালুকদার জানিয়েছেন, ইতিমধ্যে মরিগাও এর ওই যুবকের রক্তের নমুনা পাঠানো হয়েছে। যুবকটি ভাইরাস সংক্রমিত কোনও স্থান ভ্রমণ করেনি বলে উল্লেখ করে অধ্যক্ষ তালুকদার জানান, এই যুবকের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া না গেলেও তার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট এর অপেক্ষা করা হচ্ছে। এদিকে কেরলে এই ভাইরাসের দ্বারা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে 2 হয়েছে

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন বলেছেন, কেন্দ্র সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে এর সঙ্গে জড়িত বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের এই ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে যেসব লোক ভারতে আসছেন তাদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় বিমানবন্দরেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর আগে চীন এবং হংকং থেকে আসা লোকদেরও বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker