Barak UpdatesHappeningsBreaking News
পরিবেশ দিবসে বিমানবন্দরে বৃক্ষরোপণSaplings planted at Silchar Airport on Environment Day
৬ জুনঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষও কুম্ভীরগ্রামে বৃক্ষরোপণ করে। বনবিভাগ থেকে তাঁরা আম, সোনারু, রাধাচূড়া, দেবদারু প্রভৃতি মূল্যবান প্রজাতির ২০০টি চারাগাছ এনে চতুর্দিকে রোপণ করেন। নিজের হাতে একটি চারাগাছ লাগিয়ে এই বিশেষ কর্মসূচির সূচনা করেন কুম্ভীরগ্রাম বিমানবন্দরের ডিরেক্টর পিকে গড়াই।
ডিরেক্টর গড়াই বলেন, পরিবেশ দিবস আসলে আমাদের প্রতি বছর বাস্তুতন্ত্রের কথা মনে করিয়ে দেয়। পরিবেশ বা বাস্তুতন্ত্রই আসলে মানবজাতিকে বাঁচিয়ে রেখেছে। সে জন্য সবাইকে পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিতে বলেন । তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ এই বছর উত্তর-পূর্বাঞ্চলে এক লক্ষ চারাগাছ রোপণের পরিকল্পনা নিয়েছে।