১৮ জুন : শুক্রবার কাছাড় জেলার পঞ্চায়েত স্তরের ২৯টি স্থানে ৮৭৮৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। জেলাশাসক কীর্তি জাল্লি বাদ্রি-চন্দ্রপুর জিপির ৬৪৯ নম্বর মাদরিপার এলপি স্কুলে শুক্রবার জেলায় গাঁও পঞ্চায়েত পর্যায়ে এই টিকাকরণ কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে জেলাশাসক কোভিড প্রতিরোধে ভ্যাকসিনই একমাত্র অস্ত্র বলে উল্লেখ করেন। তিনি জেলাবাসীকে ভ্যাকসিন সংক্রান্ত কোনও গুজবে কান না দিতে আবেদন জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও এলডেড ফাইরেম, এডিসি জেকে রাজবংশী স্বাস্থ্যকর্তা ডাঃ পিকে রায়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিনাভ সিং এবং ডিএমই সুমন চৌধুরী অংশ নেন। প্রথম দিন শুক্রবার জেলার ২৯টি জিপিতে টিকাদান কেন্দ্র আয়োজন করা হয় এবং ফলে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। শনিবার জেলার ২৭টি জিপিতে টিকাদানের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।