Barak UpdatesBreaking News
পাহাড় লাইন অবরোধে স্তব্ধ দক্ষিণ অসমRailway connectivity of South Assam severed due to agitation in Hill Section
লামডিং-শিলচর লাইন ব্রডগেজ করার সময় ডিমা হাসাও জেলার ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবার জমির ক্ষতিপূরণ পায়নি। তাদের পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতেই রেল অবরোধের ডাক দেয় এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। এই দাবিতে তারা বেশ কয়েকবার রেল অবরোধ করে। কিন্তু উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়ে দিয়েছে, জমির ক্ষতিপূরণ তারা সরাসরি দেন না। জেলা প্রশাসন যে ক্ষতির পরিমাণ ধার্য করেছিল, তারা তা পূরণ করে দিয়েছেন।
জেলা প্রশাসন এ নিয়ে ঝেড়ে কাশছে না। তারা বারবারই রেলের সঙ্গে কথা বলে দাবি মেটানোর প্রতিশ্রুতি দেয়। এ বার আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, জেলাশাসক বা পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন না। আলোচনা করলে একমাত্র রেল কর্তৃপক্ষের সঙ্গে। ডিমা হাসাও-র জেলাশাসক বুধবারই ১৪৪ ধারা জারি করে কোনও রেলস্টেশন বা রেললাইনের পাশে ৫ জনের অধিক মানুষের জমায়েত নিষিদ্ধ করেন। ছাত্র সংস্থাটি একে চ্যালেঞ্জ জানিয়ে সকাল থেকে হারাঙ্গাজাও স্টেশন প্রায় দখল করে রেখেছে।