Barak UpdatesBreaking News

পাহাড় লাইন অবরোধে স্তব্ধ দক্ষিণ অসম
Railway connectivity of South Assam severed due to agitation in Hill Section

৭ মার্চঃ অবরোধে স্তব্ধ হয়ে পড়ল দক্ষিণ অসম, ত্রিপুরা ও মিজোরামের রেলসেবা। আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বৃহস্পতিবার সকালে চন্দ্রনাথপুর থেকে ঘুরে যায়। সারাদিন বদরপুরে দাঁড়িয়ে থেকে পরে আগরতলা ফিরিয়ে নেওয়া হয়। শিয়ালদহ থেকে আসা শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হাফলঙে আটকে। শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসকে ডিটকছড়া থেকে ঘুরিয়ে বদরপুরে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে পাহাড় লাইন ধরে চলা কোনও ট্রেন ছাড়া হয়নি। সন্ধ্যা সাড়ে ৫টায় গুয়াহাটি থেকে ছেড়ে শিলচরগামী ট্রেনটিকে লামডিং পর্যন্ত চালানো হয়। তিরুবনন্তপুরমগামী ট্রেন রাতে শিলচর থেকে ছাড়া হয়নি। এটি শুক্রবার সকাল ৯টায় ছাড়বে বলে  রেলসূ্ত্রে জানা গিয়েছে। তাঁরা আশা করছেন, শীঘ্র আন্দোলন প্রত্যাহৃত হবে।

Rananuj

লামডিং-শিলচর লাইন ব্রডগেজ করার সময় ডিমা হাসাও জেলার ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবার জমির ক্ষতিপূরণ পায়নি। তাদের পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতেই রেল অবরোধের ডাক দেয় এনসি হিলস ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম। এই দাবিতে তারা বেশ কয়েকবার রেল অবরোধ করে। কিন্তু উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়ে দিয়েছে, জমির ক্ষতিপূরণ তারা সরাসরি দেন না। জেলা প্রশাসন যে ক্ষতির পরিমাণ ধার্য করেছিল, তারা তা পূরণ করে দিয়েছেন।

জেলা প্রশাসন এ নিয়ে ঝেড়ে কাশছে না। তারা বারবারই রেলের সঙ্গে কথা বলে দাবি মেটানোর প্রতিশ্রুতি দেয়। এ বার আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, জেলাশাসক বা পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন না। আলোচনা করলে একমাত্র রেল কর্তৃপক্ষের সঙ্গে। ডিমা হাসাও-র জেলাশাসক বুধবারই ১৪৪ ধারা জারি করে কোনও রেলস্টেশন বা রেললাইনের পাশে ৫ জনের অধিক মানুষের জমায়েত নিষিদ্ধ করেন। ছাত্র সংস্থাটি একে চ্যালেঞ্জ জানিয়ে সকাল থেকে হারাঙ্গাজাও স্টেশন প্রায় দখল করে রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker