Barak UpdatesHappeningsBreaking News
পুলিশের বিশেষ অভিযান, কাটিগড়ায় ধৃত ড্রাগস পাচারকারী
Raids continued by Cachar Police, drugs peddler nabbed at Katigorah

২৭ নভেম্বরঃ ড্রাগস, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের নেশাসামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশ কোমর কষে অভিযানে নেমেছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার অভিযান চালানো হয় কাটিগড়া থানাধীন আমতলা বাজারে। ধরা পড়ে কুখ্যাত ড্রাগস পাচারকারী আব্দুল বাসিত। চণ্ডীনগর প্রথম খণ্ডের বাসিন্দা ২৭ বছর বয়সী বাসিতকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর সে তার কাছে ড্রাগস থাকার কথা স্বীকার করে। পরে পুলিশকে সঙ্গে নিয়ে হিলাড়া পাম্পের কাছাকাছি এলাকা থেকে ৫ গ্রাম হেরোইন এনে পুলিশের হাতে তুলে দেয়।