Barak UpdatesHappeningsBreaking News

অধ্যাপিকার বাঁচানো কচ্ছপ ছেড়ে দেওয়া হল বরাকের জলে

৩০ নভেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের ডিন শর্বাণী গিরির উদ্ধার করা কচ্ছপ বরাকের জলে ছেড়ে দেওয়া হল৷ কাছাড়ের ডিএফও সান্নিদেও চৌধুরী জানান, রবিবার খবর পেয়ে তাঁরা অধ্যাপিকা গিরির বাড়ি থেকে একে নিয়ে আসেন৷ সোমবার সকালে নদীতে ছেড়ে দেন৷

Rananuj

রবিবার শিলচরের গ্রিন পার্ক এলাকায় অধ্যাপিকা গিরির বাড়িতে মাছ বেচতে গিয়েছিলেন এক ফেরিওয়ালা ৷ মাছ দরদামের মধ্যেই কচ্ছপের কথা জানান৷ শর্বাণীদেবী বিলুপ্তপ্রায় প্রজাতির জীবটিকে দেখেই চার হাজার টাকায় কিনে নেন৷ পরে ফোন করেন ডিএফও চৌধুরীকে৷ বনকর্মীরা গিয়ে কচ্ছপটিকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করেন৷ ডিএফও চৌধুরী জানান, এরা দুষ্প্রাপ্য৷ তিনি খবর নিয়ে দেখেছেন, জালে কচ্ছপ ধরা পড়ার খবর এই অঞ্চলে বহু বছরে শোনা যায়নি৷

শর্বাণীদেবীর কথায়, ৭-৮ কিলোগ্রাম ওজনের কচ্ছপটি আস্ত কিনে নেওয়ার কথায় মাছ ব্যবসায়ী বিস্মিত হন৷ ছেড়ে দেওয়ার কথা শুনে শুধু ক্রয়মূল্যটাই চান৷ অনুতাপের সঙ্গে বলে যান, আর কোনওদিন কচ্ছপ কেনাবেচা করবেন না৷

Also Read: Assam University teacher rescues turtle from fish market, gives it to Cachar Forest Division

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker