Barak UpdatesBreaking News
দক্ষিণ বিলপারে মণ্ডপ উদ্বোধন করে আরতিতে দুর্গাকে প্রণতি মহারাজজিরPuja Pandal of Dakhhin Bilpar inaugurated & Goddess Durga invoked by Maharaj Baikunthanandaji
৪ অক্টোবর: দক্ষিণ বিলপারের দুর্গামূর্তির সামনে আরতি করলেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ। বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধেয় শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এই সন্ন্যাসীর হাত দিয়ে হয় পুজোমণ্ডপ উদ্বোধন।
বিধায়ক দিলীপকুমার পাল, ওয়ার্ড কমিশনার ভাগ্যারানী পাল, দক্ষিণ বিলপার দুর্গাপূজা কমিটির সভাপতি নিখিলেন্দু কর পুরকায়স্থ, মুখ্য উপদেষ্টা বিধান চন্দ্র রায়, জয়ন্ত কিশোর দাস, প্রাক্তন পুরকমিশনার হীরক চক্রবর্তী, গৌরা রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বামী বৈকুণ্ঠানন্দ ওই দিন, দুর্গাপূজার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বুঝিয়ে দেন শারদীয় দুর্গাপূজার ধর্মীয় ভাবধারা ও উৎসবমুখো পরম্পরার তাৎপর্য। শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল সর্বজনীন পূজা নিয়ে এই শহরের উৎসাহ-উদ্দীপনার ব্যাপারে তুলে ধরেন। কথা বলেন পূজা সংস্কৃতি ও এটাকে ঘিরে নিত্য-নতুন ভাবনার বাস্তবায়ন প্রসঙ্গে।
সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন কমিটির কর্মকর্তারাও। পুজো আয়োজন ও বিশেষ কর্মসূচির বিষয় উঠে আসে তাঁদের বক্তব্যে। সবকিছু নিয়ে বেশ আনন্দমুখর ছিল দক্ষিণ বিলপারের পুজো উদ্বোধন। সঞ্চালনায় ছিলেন দেবাশিস সোম।