Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও চালু পিএম ওয়ানি, ইন্টারনেট সেবা দিতে পারবেন সাধারণ দোকানিরাওPublic Wi-Fi service under PM-WANI launched in Silchar
Public can now access hi-speed 1 GB data with just Rs.5 for a day
ওয়েটুবরাক, ৯ আগস্ট : শিলচরেও চালু হলো পিএম ওয়ানি বা পিএম ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস৷ এই অঞ্চলে এর দায়িত্ব নিয়েছে পেন্টাকল সিস্টেমস প্রাইভেট লিমিটেড৷ মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রকল্পের সূচনা করেন কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় ও বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়৷ সঙ্গে ছিলেন পেন্টাকল সিস্টেমস-এর দুই ডিরেক্টর মহাশিস ভট্টাচার্য ও দীপ্যমান চক্রবর্তী৷
পেন্টাকল সিস্টেমস-এর পক্ষে কৃশানু ভট্টাচার্য জানান, এটি পেটিএমেরই মতো এক প্রকল্প৷ পেটিএমে যেমন কোনও পণ্য কিনে ৫-১০ টাকাও লেনদেন করা যায়, তেমনি পিএম ওয়ানি-তে ৫-১০ টাকার ইন্টারনেট পরিষেবাও গ্রহণ করা যাবে৷ এতে একটা বিপ্লব ঘটতে চলেছে বলেই দাবি করেন কৃশানু৷ তাঁর কথায়, এই প্রকল্পে অপটিক্যাল ফাইবারে কাজ হয় বলে রেডিয়েশনের আশঙ্কা নেই৷
মহাশিস শোনান, আপনা ওয়াইফাই ব্র্যান্ড নামে কাজ করবে পেন্টাকলস৷ এই নামে তাদের একটি অ্যাপও রয়েছে৷ এই অঞ্চলে ডিস্ট্রিবিউটর হিসাবে রাইজিং ইয়ুথ সোসাইটি ও প্রসূন আচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ রাইজিং ইয়ুথ সোসাইটি অবশ্য মালুগ্রাম অঞ্চলে কাজ শুরু করে দিয়েছে৷ প্রসূন আচার্য মঙ্গলবার প্রয়োজনীয় সামগ্রী বুঝে নিলেন৷
মহাশিস বলেন, অমৃত মহোৎসব উপলক্ষে ১৫ দিনের জন্য ৭৫ জিবি ইন্টারনেট পরিষেবা বিনা মাশুলে দিচ্ছে৷ পরে ১ টাকায় ১ জিবি নেটডেটা মিলবে৷ সর্বনিম্ন ৫ টাকা থেকে একসঙ্গে সর্বাধিক ৯৯ টাকার ডেটা মিলবে৷ তিনি জানান, অনেকের ইন্টারনেট কানেকশনে যে ডেটা দৈনিক দেওয়া হয়, তাতে কুলোয় না৷ তারা অতিরিক্ত ডেটার জন্য ‘আপনা ওয়াইফাই’র নেটডেটা কিনে নিতে পারবেন৷ তাঁর কথায়, এর মধ্য দিয়ে ইন্টারনেট গ্রাহকরা যেমন লাভবান হবেন, তেমনি বহু বেকার যুবা উপার্জনে নিয়োজিত হবেন৷
বিমলেন্দু রায় বলেন, এই প্রকল্প গ্রহণ করে বহু ব্যবসায়ীও উপকৃত হবেন৷ অতিরিক্ত আয়ের পথ পাবেন৷ রাজীব রায় শোনান, ঘরে বসে গৃহিনীরাও এর মধ্য দিয়ে স্বনির্ভর হতে পারবেন৷