NE UpdatesAnalyticsBreaking News
১০ ডিসেম্বর থেকে ১৫ শতাংশ মদের দাম বাড়ছে রাজ্যে !Price of foreign liquor to be enhanced by 15% in Assam!
৬ ডিসেম্বর ঃ আসাম সরকার আগামী ১০ ডিসেম্বর থেকে মদের দাম ১৫ শতাংশ বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে। পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট হ্রাসের মূল্য ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিয়ার ও ওয়াইনের ওপর কোনও অতিরিক্ত কর আরোপ করা হয়নি। আসামে দামি মদের জন্য কর বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০০১-০২ অর্থবছরে ১৪৮ কোটি টাকা আবগারি রাজস্ব আয় করেছে রাজ্য সরকার। বিপরীতে ২০২০-২১ অর্থ বছরে আবগারি রাজস্ব আদায়ের পরিমাণ ২০৩৩ কোটি টাকা। চলতি অর্থবছরে বিভাগ ২৪০০ কোটি টাকা আবগারি রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।