Barak UpdatesHappeningsBreaking News

জলের তোড়ে সোনাবাড়িঘাট থেকে উধাও দুই ইঞ্জিন-বোট, পরে উদ্ধার

ওয়েটুবরাক, ১৪ মে : আচমকা নদীতে জলস্রোত দেখা দেওয়ায় শুক্রবার সন্ধ্যারাতে সোনাবাড়িঘাটে বেঁধে রাখা দুটি ইঞ্জিন-বোট উধাও হয়ে যায়৷ সে দিন প্রশাসনিক তরফে আগে থেকেই নৌকা চলাচল বন্ধ রাখায় বড় ধরনের অঘটন থেকে বাঁচা গিয়েছে৷ জলস্রোত এতটাই প্রখর ছিল যে, একটানে দুই ইঞ্জিনবোটকে বাঁধন ছিঁড়ে নিয়ে যায়৷

তখন সেখানে তিনটি নৌকা বাঁধা ছিল৷ নদীতীরে দাঁড়িয়ে লোকজনের চোখের সামনে এই ঘটনা ঘটলেও হইহল্লার বাইরে কারও কিছু করার ছিল না৷ মুহূর্তে দুই বোট উধাও হয়ে যায়৷

পরে অনেকে নদীর পার ধরে এগোলেও এদের আর দেখা মিলছিল না৷ শেষে একটি ধামালিয়ায় এবং অন্যটিকে কনকপুরে দেখা গেলে বহু কসরত করে ওই দুই জায়গায় দুইটিকে আটকানো হয়৷ কিন্তু শনিবারও স্রোত ঠেলে এদের আর সোনাবাড়িঘাটে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ ধামালিয়া এবং কনকপুরেই আটকে রাখা হয়েছে বোটদুটি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker