NE UpdatesHappeningsBreaking News
জীবনের মূল স্রোতে ফিরল এনএলএফবির তৃতীয় বড়সড় দল
১০ আগস্ট : এ বার কোকরাঝাড়ের পর্বতঝরা ঘন জঙ্গল থেকে অত্যাধুনিক মারণাস্ত্র সহ বেরিয়ে এল এনএলএফবির বেশ কয়েকজন ক্যাডার। বিনোদ মুছাহারি ওরফে এম বাথার নেতৃত্বাধীন এনএলএফবির একটি দলই আজ জীবনের মূল স্রোতে ফিরে আসে। প্ল্যাটুন কমান্ডার বি জাংখ্রিথাইর নেতৃত্বে এই ক্যাডাররা এ দিন স্বাভাবিক জীবনে ফিরে আসে। পর্বতঝরার ঘন জঙ্গল থেকে এই ক্যাডাররা বাইরে বেরিয়ে আসার পর তাদের স্বাগত জানান স্থানীয় জনগণ। শিঙিমারি গ্রামের মানুষ এ দিন ‘এনএলএফবি জিন্দাবাদ’ ধ্বনিও তোলেন।
উল্লেখ্য, ২২ জুলাই ওদালগুড়ি জেলার অরুণাচল সীমান্তে এম বাথার নেতৃত্বে ২৩ জন অস্ত্র ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরে আসেন। এরপর গত ৮ আগস্ট ৩২ জনের আরও একটি দল ভারত-ভুটান সীমান্তের ঝারবাড়ির ঘন জঙ্গল থেকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করেন। এরপর মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তের পর্বতঝরা জঙ্গল থেকে আরও ২১ জন জীবনের ছন্দে ফিরেছেন। তিনটি দল মিলিয়ে এখন পর্যন্ত মোট ৭৬ জন ক্যাডার ইতিমধ্যে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়েছেন। আরও ১২৪ জন ক্যাডার মূলস্রোতে আসার বাকি রয়েছে। বাকি ক্যাডাররাও স্বাধীনতা দিবসের আগেই ওদালগুড়ি ও শোণিতপুরের মুক্ত আকাশের নিচে বেরিয়ে আসবেন বলে জানান সশস্ত্র সংগঠনের উপাধ্যক্ষ বি বোকো ও শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পৃথ্বীরাজ নারায়ণ দেও মেচ।