India & World UpdatesBreaking News
ভারতীয়দের ফেরাতে ইরান গেল বিমানPlane sent to Iran to bring back Indians
১০ মার্চ: ভারতীয়দের উদ্ধার করতে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান ইরানে পাঠাল ভারত। সোমবার রাত আটটার সময়ে গাজ়িয়াবাদের হিণ্ডন ঘাঁটি থেকে ছেড়েছে ভারতীয় বায়ুসেনার সব থেকে বড় এই বিমানটি।
ইরানে দু’হাজারেরও বেশি ভারতীয় বাস করেন। সেই দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন ২৩৭ জন। এই অবস্থায় সেখান থেকে ভারতীয়দের সরিয়ে আনতে উদ্যোগী হয়েছে বায়ুসেনা। এই বিমানে করেই গত ২৭ ফেব্রুয়ারি চিনের উহান থেকে ৭৬ জন ভারতীয় এবং ৩৬ জন বিদেশিকে উদ্ধার করে আনা হয়েছিল। এ ছাড়া, চিনের প্রচুর চিকিৎসার সরঞ্জামও পাঠানো হয়েছিল সি-১৭ গ্লোবমাস্টার করে।
ইরানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে কারও করোনা-সংক্রমণ হয়েছে কিনা জানতে স্বাস্থ্য মন্ত্রক ঠিক করেছিল, ইরানে অস্থায়ী ল্যাবরেটরি তৈরি করে সেখানেই ভারতীয়দের দেহরস পরীক্ষা করা হবে। কিন্তু নানা দ্বিপাক্ষিক জটিলতায় তা হয়ে ওঠেনি। তারপরে তিন দিন আগে বায়ুসেনার একটি ছোট বিমান গিয়ে ৪০০ জনের দেহরসের নমুনা ভারতে নিয়ে আসে। তারপরে আজ ভারতীয়দের উদ্ধারে বিমান গেল ইরানে। কত জন ভারতীয়কে ইরান থেকে নিয়ে আসা হবে, বা এখানে আনার পরে তাঁদের কত দিন কোয়ারেন্টাইন করে রাখা হবে, তা এখনও জানানো হয়নি৷