Barak Updates

পিকেটারদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, ক্ষোভ-বিক্ষোভ
Picketers arrested under non-bailable sections, protest demonstration held

৫ আগস্টঃ চিত্রসাংবাদিক মলিন শর্মার দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবাদে ৩০ জুলাই নাগরিক আহূত বনধে দুয়েকটি ঘটনাকে কেন্দ্র করে বনধ সমর্থকদের উপর জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ২জন বনধ সমর্থককে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। এর  প্রতিবাদে সোমবার শিলচরের সচেতন নাগরিকদের একটি প্রতিবাদী সভা শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয়।

Rananuj

শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন কাছাড় কলেজের অধ্যাপক অজয় রায় । তিনি বলেন, শিলচর শহরের দীর্ঘদিনের অব্যবস্থার বিরুদ্ধে এই বনধ ছিল একটি গণতান্ত্রিক প্রতিবাদ মাত্র। এরপর একে একে বক্তব্য রাখেন দুলাল মিত্র, সনৎ কৈরী, সীমান্ত ভট্টাচার্য, সাধন পুরকায়স্ত, এম এম হানিফ লস্কর,জয়দীপ ভট্টাচার্য , নির্মল কুমার দাস, মানস দাস , দিলীপ সিংহ প্রমুখ ।

প্রত্যেক বক্তা বলেন যে, বনধ সমর্থকদের কাউকে গ্রেফতার করা চলবে না এবং ইতিমধ্যে গ্রেফতার হওয়া মাশুক আহমেদ ও অঞ্জন কুমার চন্দকে নিঃশর্তে মুক্তি দিতে হবে । কারণ এরা জনগণের স্বার্থে লড়াই করতে গিয়েছিলেন । পাশাপাশি বক্তারা এও বলেন, শিলচরের বনধে কোন হিংসাত্মক ঘটনা ঘটেনি। তাহলে কি গণতান্ত্রিক চেতনাকে জোর করে দাবিয়ে দিতেই ধরপাকড় চলছে ।

গনতন্ত্রপ্রিয় মানুষ তা মেনে নেবে না, তারা সবাইকে সতর্ক করে দেন। প্রশাসনের কাছে তাদের আবেদন,  গণতান্ত্রিক ব্যবস্থা ও পদ্ধতিকে সম্মান জানিয়ে বনধ সমর্থকদের উপর চাপিয়ে দেওয়া মামলাগুলো যেন প্রত্যাহার করে নেওয়া হয়। এদিন সভাস্থলে উপস্থিত ছিলেন কিশোর ভট্টাচার্য, শ্যামদেও কুর্মী, বিশ্বজিত দাস, স্নিগ্ধা নাথ, ভবতোষ চক্রবর্তী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker