NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
যাত্রীট্রেন চলবে না তৃতীয় পর্বের লকডাউনেও
Passenger trains will not run during Lockdown 3.0

১ মেঃ করোনার ভয়াবহতার প্রেক্ষিতে আগামী ১৭ মে পর্যন্ত কোনও ধরনের যাত্রীট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল দফতর। এই সময়ে বন্ধ থাকবে কলকাতার মেট্রো রেলও। এই খবর দিয়ে রেলওয়ে বোর্ডের যুগ্মসচিব অজয় প্রতাপ সিং জানিয়েছেন, তবে ভিনরাজ্যের শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, ছাত্রছাত্রীদের যারা আটকে পড়েছেন, তাদের জন্য কোনও রাজ্য সরকার বিশেষ ট্রেন চাইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে তা চালানো যেতে পারে। মালগাড়ি যেমন চলছে, তেমনই চলবে বলে তিনি জানিয়েছেন৷