Barak UpdatesHappeningsBreaking News
কাগজ কলঃ পারমিশন দিয়েও শিলচরে মোমবাতি মিছিল আটকে দিল পুলিশPaper Mill: Police prohibits candle light rally even after giving permission
প্রশাসনিক অরাজকতার সাক্ষী রইল বরাক উপত্যকা
২৫ জানুয়ারিঃ নিয়ম নীতি মেনেই এগিয়ে ছিলেন তাঁরা। মোমবাতি মিছিলের জন্য আবেদন করেন। পুলিশ সুপার ডেকে কথা বলেন। পরে পুলিশের রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসন গত পাঁচ বছরে মৃত কাগজ কল কর্মীদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোকমিছিলের অনুমতি দেয়। এর পরও সোমবার হাতে হাতে মোমবাতি নিয়ে যখন শতাধিক জনতা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন, তখন পুলিশ সেখানে ব্যারিকেড গড়ে মিছিল আটকে দেয়।
একই অতিরিক্ত জেলাশাসক একই দিনে নগাঁও ও কাছাড় কলের জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইড ইউনিয়নসের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীকে চিঠি লিখে জানিয়েছেন, পুলিশ সুপারের রিপোর্টের ভিত্তিতে সোমবারের মোমবাতি মিছিল ও মঙ্গলবারের মিছিলের অনুমতি দেওয়া হল। ‘শুড বি অ্যালাউড’ শব্দবন্ধ আবার বোল্ড করা। একইদিনে তিনি পুলিশের হাতে পৃথক চিঠি তুলে দিয়েছেন। তাতে লেখা, কোনও মিছিলের অনুমতি দেওয়া যায় না। ‘ক্যাননট বি অ্যালউড’ তা আবার বোল্ড করা।
কিন্তু দ্বিতীয় চিঠি মানবেন্দ্রবাবুদের কাছে পৌঁছানো হয়নি। মোমবাতি মিছিল আটকে দেওয়ার পর তা দেখান পুলিশ অফিসার ও ম্যাজিস্ট্রেট। তাঁদের বক্তব্য, জেলা প্রশাসন যেমন অনুমতি দিতে পারে, তেমনি যে কোনও সময় তা বাতিলও করতে পারেন। শেষপর্যন্ত মিছিলকে এগোতেই দেওয়া হয়নি।
মোমবাতি হাতে শোকমিছিল না হলেও কাগজ কলের শ্রমিকদের প্রতি সহমর্মিতা ্প্রকাশ করে এ দিন শহরের বহু মানুষ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সামিল হন। বিভিন্ন সংস্থা এগিয়ে গিয়ে কাগজ কল বন্ধ করে রাখার প্রতিবাদে সামিল হয়।