Barak UpdatesBreaking News

দিসপুর গিয়ে হাইলাকান্দির পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে জানালেন বরাক বিজেপির প্রতিনিধিরা
A delegation of Barak BJP met CM Sonowal in Dispur & briefed him about situation at Hailakandi

১৮ মে : এ বার দিসপুরে গিয়ে হাইলাকান্দির সাম্প্রতিক ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করলেন বিজেপির এক প্রতিনিধি দল। বরাকের তিন জেলা বিজেপির কর্মকর্তা ও বিধায়কদের কাছ থেকে বিস্তারিত জেনে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তিনি নিজে হাইলাকান্দি এসে জেলার মানুষের খোঁজখবর নেবেন। প্রায় ২৫ জনের এই প্রতিনিধি দলটি শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধি দলটির সঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন প্রায় এক ঘন্টা কথা বলেন।

এই বৈঠকে বরাকের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, কীভাবে হাইলাকান্দিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এ ঘটনায় হাইলাকান্দি শহরের ব্যবসায়ীদের যে প্রচুর ক্ষতি হয়েছে তাও মুখ্যমন্ত্রীকে সবিস্তারে জানিয়েছেন তাঁরা। প্রতিনিধিরা বলেছেন, এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ করে কিছু ব্যবসায়ী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতিনিধিরা হাইলাকান্দিতে একটি স্থায়ী সিআরপিএফ চৌকি বসানোর দাবি জানান।

 

প্রতিনিধি দলের কাছে বিস্তারিত শুনে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই প্রতিনিধি দলটিতে ছিলেন করিমগঞ্জ ও শিলচর লোকসভা আসনের দুই প্রার্থী যথাক্রমে কৃপানাথ মালাহ ও রাজদীপ রায়, চার বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মিহিরকান্তি সোম, কিশোর নাথ, অমরচাঁদ জৈন, তিন জেলার বিজেপি সভাপতি কৌশিক রাই, সুব্রত ভট্টাচার্য ও সুব্রত নাথ, সৈকত দত্ত চৌধুরী, শিপ্রা গুণ নিত্যভুষণ দে প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker