India & World UpdatesHappeningsBreaking News

আমেরিকার ক্যাপিটেল বিল্ডিঙে ট্রাম্প সমর্থকদের হামলা, ওয়াশিংটনে কার্ফু

৭ জানুয়ারি: আজ বৃহস্পতিবার জয়ের শংসাপত্র পেতে চলেছেন জো বাইডেন। কিন্তু তার আগেই উত্তাল হয়ে উঠল ওয়াশিংটন ডিসি। বুধবার আমেরিকার ক্যাপিটেল বিল্ডিংয়ে হামলা চালাল ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে ক্যাপিটেল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করলেন। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। পরিস্থিতি সামলাতে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন জখম হয়েছেন। বেশ কয়েকজন ট্রাম্প সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শেষে ওয়াশিংটনে কার্ফু জারি হয়েছে৷

Capitol Hill sees breach by Trump supporters, 200 years after last such  incident of violenceপুলিশ জানিয়েছে, বুধবার রাতে ক্যাপিটেল বিল্ডিংয়ে তখন হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল৷ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের চূড়ান্ত সিলমোহরের বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। তখনই কয়েক হাজার ট্রাম্প-সমর্থক ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলেন। জোর করে ঢুকে পড়ার চেষ্টা করেন। এই ঘটনার পরই গোটা ক্যাপিটল বিল্ডিং চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটেল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দেশবাসীর উদ্দেশে টেলিভিশন বার্তায় তিনি বলেন, “কিছু উগ্রপন্থা মনোভাবাপন্ন মানুষ এ কাজ করেছেন। এটা বিশৃঙ্খলা। এটা প্ররোচনা। আমাদের লক্ষ্য আইন মেনে চলা। একে অপরকে শ্রদ্ধা করা। এটাই গণতন্ত্রের দস্তুর হওয়া উচিত।”

এই নজিরবিহীন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, ‘আমেরিকা কংগ্রেসের ইতিহাসে এটা একটা লজ্জাজনক ঘটনা।’ প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এই ঘটনাকে ‘হৃদয়বিদারক এবং ঘৃণ্য’ বলে মন্তব্য করেছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ট্রাম্প অভিযোগ তুলে আসছেন ভোটে কারচুপি হয়েছে। এই ফলাফলকে তিনি কিছুতেই মানবেন না। এ নিয়ে বিভিন্ন জনসভায় প্রচারও করছেন তিনি। গত ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট৷ ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ২৩২টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker