Barak UpdatesHappeningsBreaking News
আজও শুধু শিলচরের আরবান পিএইচসিতে ভ্যাকসিন
Only Covaxin to be given at Urban PHC on Wednesday

ওয়েটুবরাক, ৬ জুলাই : বুধবারও শিলচর শহরে কোভিড ভ্যাকসিন শুধুমাত্র একটি কেন্দ্রে প্রদান করা হবে l আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার ইউনিটের মেডিকেল অফিসার ডাক্তার রিমা পাটোয়া জানিয়েছেন, আগামীকাল বুধবার শহরের ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসিতে কোভ্যক্সিন দেওয়া হবে মোট ১০০ টি। এতে অনলাইন রেজিস্ট্রেশনে ৯০ জনকে এবং অন স্পট রেজিস্ট্রেশনে ১০ জনকে কোভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া বুধবার শহরের আর কোনও কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে না।