NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
আজ সূর্যগ্রহণ, জানুন বরাক সহ আসামে দৃশ্যমান কি নাPartial solar eclipse to be visible in India today
ওয়ে টু বরাক, ২৫ অক্টোবর : মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে দুপুর ২টা ২৯ মিনিটে। গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে। তবে সিত্রাং-এর জন্য আকাশ মেঘলা থাকলে গ্রহণ দেখা যাবে না।
তবে উত্তর পূর্বের বেশিরভাগ অংশ থেকেই গ্রহণ দেখা যাবে না। ফলে শিলচর, শিলং ও গুয়াহাটি থেকে গ্রহণ দৃশ্যমান নয়। উজান আসামের বেশিরভাগ স্থান থেকেই গ্রহণ দেখা যাবে না। আসামে গ্রহণ শুরু হবে ৪টা ৪৫ মিনিটে। বঙ্গাইগাও থেকে গ্রহণ দেখা যাবে ৭ মিনিট, কোকরাঝাড় থেকে ৮ মিনিট ও ধুবড়ি থেকে ৯ মিনিট।
মঙ্গলবার অর্থাৎ আজকের এই গ্রহণ যেহেতু খণ্ডগ্রাস ফলে সূর্য পুরোপুরি আড়ালে চলে যাওয়ার সম্ভাবনা নেই। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার একটি সূত্রমতে, দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলো থেকে গ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। কলকাতায় গ্রহণ দেখা যাবে মাত্র ১২ মিনিট। তবে দিল্লি ও মুম্বাইয়ে এক ঘণ্টার বেশি সময় দৃশ্যমান হবে। আন্দামান নিকোবর ও উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ বাদ দিলে সারা দেশেই গ্রহণ দেখা যাবে।