Barak UpdatesBreaking News
সদরঘাটে ডুবে গেলেন কর্তব্যরত পুরকর্মীOn duty Municipality staff drowns in Barak river
১৩ জুলাইঃ সদরঘাটে তলিয়ে গেলেন কর্তব্যরত পুরকর্মী। সদরঘাট এলাকার বিসর্জনস্থলে গিয়ে আর ফেরেননি ৫৮ বছর বয়সী নৈশপ্রহরী হরি দাস। সকাল সাতটা নাগাদ তিনি নদীতীরে গিয়েছিলেন। মুখ ধোয়ার জন্য উঠেছিলেন ঘাটে বিসর্জনঘাটে নোঙর করা এক নৌকোয়। বেশ কিছুক্ষণ ধরে নামছেন না দেখে কর্তব্যরত অন্য পুরকর্মী গিয়ে নৌকোয় ওঠেন। দেখেন, ভেতরে কেউ নেই। খবর দেন আশেপাশের মানুষজন ও পুরসভার অন্যান্যদের। ছুটে যায় এসডিআরএফ। নামে এনডিআরএফ-ও। কিন্তু মতিনগর হরিণাবস্তির বাসিন্দা হরিবাবুর হদিশ মেলেনি।
তাঁর ছেলে সঞ্জীব দাস জানান, বাবা প্রতিবন্ধী। লাঠিতে ভর করে হাঁটতেন। লাঠিটি নৌকোতে ওঠার মুখে মাটিতে পড়েছিল।
পুরসভার কর্তব্যরত কর্মীর ডুবে যাওয়ার খবর পেয়ে সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, উপসভাপতি চামেলি পাল, পুরসদস্য রাজেশ দাস, অমৃত মণ্ডলরা ঘটনাস্থলে ছুটে যান। হরিবাবুর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।