Barak UpdatesBreaking News
এনআরসি-তে ঘুষের সংবাদ, বদলা নিতে সাংবাদিককে পেটাল কনস্টেবলNews of bribery in NRC process, Constable beats journalist to take revenge
২২ জুলাইঃ হাইলাকান্দির ঘটনা। এনআরসি ভেরিফিকেশনের সময় উতকোচ নিয়ে সাসপেন্ড হয়েছিল পুলিশ কনস্টেবল রাজেশ বৈদ্য। শাস্তির মেয়াদ কাটিয়ে ফের খাকি উর্দি গায়ে জড়িয়েই সাংবাদিক রাজেশ দাসকে খুঁজতে থাকে সে। ডিওয়াই ৩৬৫ বৈদ্যুতিন চ্যানেলে রাজেশের সংবাদের জেরেই ৩ মাসের জন্য সাসপেন্ড হতে হয়েছিল তাকে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ সাংবাদিক রাজেশ দাসকে পেয়ে যায় পুলিশ কনস্টেবল রাজেশ বৈদ্য।
রাজেশের বাইকের পেছনের আসনে ছিল তার এক বন্ধু। বাইক থামিয়ে সে জানতে চায়, কোথায় যাচ্ছে। রাজেশ জবাব দেয়, বন্ধুকে নামিয়ে দিতে। এর পরই তাকে বাইক থেকে নামিয়ে ব্যাপক লাঠিপেটা করে। রাজেশের পুরো পেট-পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন। মুখে-কপালেও চোট লেগেছে। এই ঘটনায় বরাক জুড়ে সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত কনস্টেবল রাজেশ বৈদ্যের কঠোর সাজা দাবি করেন। রাজেশের বক্তব্য, তাকে এমন পেটাচ্ছিল যে, প্রাণে মেরে ফেলারই ছক কষেছিল।
হাইলাকান্দির পুলিশ সুপার মহনীশ মিশ্র অবশ্য সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন। কনস্টেবল রাজেশকে ডেকে এনে গ্রেফতার করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে। এ দিকে, অসম বার্তাজীবী সংঘ মুখ্যমন্ত্রীকে পুরো ঘটনা জানিয়ে স্মারকলিপি পাঠায়। প্রতিবাদে সরব কাছাড় জেলার সাংবাদিকরাও। মঙ্গলবার তাঁরা ডিআইজি-র সঙ্গে দেখা করে তাঁর মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠাবে।