Barak UpdatesHappeningsBreaking News
এনআরসিঃ বাদ পড়াদের তালিকা ২২ জুনNRC: List of excluded persons to be declared on 22 June
তাদের অবশ্য পুনরাবেদনের সুযোগ দেওয়া হবে। ফের খতিয়ে দেখা হবে সমস্ত নথিপত্র। সে জন্যই চূড়ান্ত এনআরসি প্রকাশের আগে বাদ পড়াদের তালিকা প্রকাশ হতে চলেছে। খসড়ায় নাম থাকলেও পরবর্তী সময়ে যাদের নথিপত্র নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বা যাদের বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগ মিলেছে, মূলত তাদেরই তালিকা সেটি। এর মধ্যে যারা ভারতীয়ত্ব প্রমাণে সমর্থ হবেন, এনআরসি-তে তাদের নাম অন্তর্ভুক্ত হবে। সব মিলিয়ে চূড়ান্ত এনআরসি প্রকাশিত হবে আগামী ৩১ জুলাই।
However, those whose names will feature in the excluded list will get another opportunity for claims. In such cases, the documents of the concerned persons will be re-examined. In fact, this list will mainly comprise of those persons whose names were there in the first draft but deleted from the subsequent final draft and also those against whom allegation has been received as regards forgery of documents. Those who will be able to prove their Indian citizenship will find a place in the final NRC. The final NRC will be published on 31 July, 2019.