Barak Updates
এনআরসিঃ উধারবন্দ কংগ্রেসের স্মারকলিপিNRC: Udharbond Congress gives memorandum to DC Cachar
উধারবন্দের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের নাম এনআরসি-তে ওঠেনি। দাবি জানানোর সময়সীমা নতুন করে ঘোষণা হয়েছে। নীতিনির্দেশিকা চূড়ান্ত না হলেও রাজ্য ও কেন্দ্রীয় সরকার যে সব প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে, তাতে বাদ পড়াদের সন্দেহের চোখে দেখা হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে উদ্বেগে বিভিন্ন সংস্থা-সংগঠন। আজ উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে জেলাশাসকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি পেশ করা হয়। প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, প্রাক্তন জেলা পরিষদ সভাপতি দিব্যেন্দু বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি জোর দিয়ে বলেন, বাগান শ্রমিক, দরিদ্র-অশিক্ষিত মানুষেরাই বেশি বাদ পড়েছেন। তাঁদের কাছে এই নথি-ওই নথি চাওয়া হলে এঁরা প্রকৃত ভারতীয় হয়েও নাগরিকত্বহীন হয়ে পড়বেন। এ ছাড়া, সেবাকেন্দ্রগুলিতে ফর্ম বিলি ও জমা করার সময় সবাই যেন সহযোগিতামূলক মানসিকতা নিয়ে কাজ করেন, সে ব্যাপারে তাঁরা জেলাশাসক এস লক্ষ্মণনের দৃষ্টি আকর্ষণ করেন।
তাঁরা আজ উধারবন্দের ২৪৬৯ সেবাকেন্দ্র নিয়ে কিছু অভিযোগও জেলাশাসকের নজরে নেন। বলেন, ওই সেবাকেন্দ্রে যে সব নথি দিয়ে নাম ওঠেনি। একই নথি দিয়ে অন্য সেবাকেন্দ্রে ভাই-বোন-আত্মীয়দের নাম উঠে গিয়েছে। ডি-মুক্ত হওয়ার পরও ওই সেবাকেন্দ্রে নাম তোলা যায়নি বলে নালিশ জানান কংগ্রেস নেতারা।
উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটি অবশ্য ২০টি সহায়তা কেন্দ্র চালু করছে। যে কেউ এনআরসি সংক্রান্ত সমস্যা নিয়ে সেখানে যেতে পারেন বলে কংগ্রেস নেতারা জানিয়ে দিয়েছেন। আজ জেলাশাসকের সঙ্গে আলোচনায় আরও ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সংখ্যালঘু সভাপতি আক্তারউদ্দিন চৌধুরী, শালগঙ্গা মণ্ডল কংগ্রেস সভাপতি সুনীল নন্দী, ললিত গোয়ালা ,রীনা দেবরায় প্রমুখ।
The names of different tribal groups have not been included in the final draft of NRC which was published on 30 July. New time frame for filing up claims form has been announced. Though the SOP has not yet been finalized, yet the clauses mentioned in the affidavit submitted to the Supreme Court by the central government will invite more trouble for people. This has become a major cause of concern for various groups and organizations.
On Tuesday, a delegation of Udhabond Block Congress met Dr. S. Lakhsmanan and submitted a memorandum in this regard raising the probable apprehensions. The delegation was led by former minister Ajit Singh and former CEO of Zila Parishad, Dibyendu Barua. They asserted that those excluded from the final draft mainly comprise of the tea labourers, poor & illiterate persons. They were of the view that when those poor, illiterate people will be asked to produce multiple documents, then inspite of being Indian citizens, they will be ripped off their citizenship. The delegation further urged upon the Deputy Commissioner to pass necessary instructions to the staff of NSKs so that they do their duty with a mentality to help people.
On the other hand, Udhabond Block Congress has opened 20 help centres. The leaders of the delegation have informed that anybody who requires assistance in regards to NRC can visit these help centres.