Where and When?Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

রামানুজে একদিনে ভ্যাকসিন নিলেন ৫৫০-এরও বেশি পড়ুয়া, সাড়া ব্যাপক
More than 550 students vaccinated at Ramanuj on Monday

ওয়েটুবরাক, ১০ জানুয়ারি : সোমবার শিলচর রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের  ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলল। রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ ও রামানুজ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের ৭৫ শতাংশের উপরে এ দিন ভ্যাকসিন নিয়েছে৷ বাকি ছাত্রছাত্রীদের অনেকে অবশ্য ইতিমধ্যে অন্যান্য সেন্টার থেকে ভ্যাকসিন নিয়েছে৷

এদিন সকাল ১০টা থেকে রামানুজ কলেজে শুরু হয় পড়ুয়াদের মধ্যে ভ্যাকসিন প্রদান। রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ ও রামানুজ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা ছাড়াও ৭ জন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াও উপস্থিত ছিল। তাঁদের  কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপক অমিতাভ দে পুরকায়স্থ বলেন, ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে ভ্যাকসিন নিয়েছেন। কারও কোনও শারীরিক অসুবিধা হয়নি। ভ্যাকসিন দিতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এএনএম অঞ্জলি শুক্লবৈদ্য, রিঙ্কু দাস ও আশাকর্মী কৃষ্ণা চৌধুরী।এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়।

এদিকে পড়ুয়াদের অনুভূতি জানাতে গিয়ে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী মৈত্রী দাস জানায়, ‘প্রথমে খুব ভয় পেয়েছিলাম৷ পরে কিছুটা ব্যথা লাগলেও ঠিক আছি। মনে আনন্দ লাগছে কোভিড থেকে রেহাই পাবো।”

এদিন অনেক পড়ুয়াকে ভ্যাকসিন নিয়ে সেলফি তুলতে দেখা যায়। উল্লেখ্য, বরাক উপত্যকায় প্রথবারের মতো একসঙ্গে এতজন পড়ুয়াকে ভ্যাকসিন দেওয়া হলো রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker