India & World UpdatesBreaking News
PM Modi to address nation on coronavirus at 8 PM on Thursdayকরোনা নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় প্রধানমন্ত্রীর ভাষণ
১৮ মার্চ : করোনা ভাইরাসের থাবা কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়ে বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধ্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপরেই প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভারতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। অন্যান্য দেশগুলি বিশেষ করে ইতালি, ইরান এবং চিনে কার্যত মহামারীর আকার ধারণ করেছে এই নোভেল করোনাভাইরাস। তাই অন্যান্য দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সাধারণ মানুষকে সজাগ করা এবং সচেতনতা প্রচার করার পরিকল্পনা করেছে সরকার। এর পাশাপাশি বুধবার সন্ধ্যার বৈঠকে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার বেসরকারি প্রতিষ্ঠানকেও নমুনা পরীক্ষার জন্য যুক্ত করার কথা ভাবছে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রক।
ইতিমধ্যেই মারণ ভাইরাস রুখতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সরকার। আর তারই ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’য়ের ভারতে নিযুক্ত প্রতিনিধি হেঙ্ক বেকেডামের গলায়। সম্প্রতি পরিকাঠামো খতিয়ে দেখতে ‘হু’ কর্তা যান জাতীয় চিকিৎসা গবেষষণা সংসদে। সেখানকার পরিকাঠামো দেখে সন্তুষ্ট হন বেকেডাম। ভারতে নিযুক্ত হু কর্তা বলেন, “আলাদা করে ভারত ভাইরাসটিকে চিহ্নিত করার কাজ করছে। এটা অভূতপূর্ব। আমাদের যে গবেষণা চলছে, তাতে ভারতকে যুক্ত করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।” এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরকেও দরাজ সার্টিফিকেট দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অধিকর্তা।