India & World UpdatesHappenings

১০ সঙ্গী সহ খুন অরুণাচলের বিধায়ক
MLA of Arunachal Pradesh killed along with 10 companions

২১ মেঃ নাগা জঙ্গিদের হাতে খুন হলেন অরুণাচল প্রদেশের বিধায়ক এবং তাঁর দশ জন সঙ্গী। মঙ্গলবার তিরাপ জেলার বোগাপানি গ্রামে প্রায় ২০ জন আততায়ী তাঁদের ঘিরে ফেলে। হাতে হাতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো এবং তাঁর সঙ্গীদের ঘিরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরং এবং তাঁর দশ সঙ্গীর।

Rananuj

তিরাপের জেলাশাসক পি এস থুঙ্গন জানিয়েছেন, আততায়ীদের হাতে বিধায়ক সহ ১১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনার জন্য নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীকে সন্দেহ করছে। ন্যাশনাল পিপলস পার্টির ওই বিধায়ক সদ্যসমাপ্ত অরুণাচল বিধানসভা নির্বাচনে এ বারও পশ্চিম খোনসা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্ধিতা করেছিলেন। ভোট শেষ হতেই তিনি তাঁর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন। অরুণাচল পুলিশের আইজি সুনীল গর্গ জানিয়েছেন, ঘটনাস্থলে অসম রাইফেলস এবং পুলিশ পৌঁছেছে। জঙ্গিদের সন্ধানে চিরুণি তল্লাশি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker