Barak UpdatesBreaking News

আত্মহত্যা করেননি, দাবি মিহিরেশের পরিবারের
Mihiresh has not committed suicide, claims his family

২৯ মার্চঃ মিহিরেশ দাস আত্মহত্যা করেননি, এমনটাই দাবি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের। তাঁদের বিশ্বাস, নানা প্রতিকূলতা কাটিয়ে উঠে তিনি এই পথ বেছে নিতে পারেন না। তাঁদের অনুমান, বিছানার পাশে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন মিহিরেশ। সম্ভবত তা থেকেই কোনওভাবে বিছানা জ্বলতে শুরু করে। কয়েলের সূত্রে আগুন বলেই দাউদাউ করে জ্বলেনি। বরং ঘষে ঘষে জ্বলার দরুন পুরো ঘর ধোয়ায় ভরে গিয়েছে। চার-পাঁচদিন ধরে বসন্ত রোগ ও এ সংক্রান্ত নানা উপসর্গে ভোগার দরুন যখন দমবন্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, তখন আর উঠে ঘর ছেড়ে পালানোর সুযোগ মেলেনি। সে জন্য বিছানায় শায়িত অবস্থাতেই তার মৃতদেহ উদ্ধার হয়।

Rananuj

তাঁরা জানান, ২৭ মার্চ মিহিরেশ ডাক্তার দেখান, বিভিন্ন টেস্ট করান। ডাক্তারের পরামর্শমতো ওষুধ কিনে নিয়ে যান। এমনকী, রাতে ঘুমনোর আগেও ওষুধ খেয়ে নেন। আত্মহত্যার ঠিক আগে ওষুধ খাওয়ার দরকার ছিল না। এ ছাড়া, ঘরে কেরোসিন, রান্নার গ্যাস সবই ছিল। সেগুলি ব্যবহার হয়নি। চিতকার, চেঁচামেচি, হইচইও হয়নি। আত্মহত্যা করলে আগুনে পোড়ানোর জ্বালাযন্ত্রণায় ছুটতে থাকে। মিহিরেশও দরজা খুলে বেরিয়ে পড়ত। কিন্তু তিনি তা করেননি। এমনকী, হাতের তালুতে কোনও ক্ষত ছিল না। আগুন লাগিয়ে আত্মহত্যার ক্ষেত্রে থাকাটা অনিবার্ষ ছিল। কারণ যন্ত্রণার দরুন হাতের তালু আগুনে যায়ই।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker