India & World UpdatesHappeningsBreaking News
সিবিএসই-র নতুন চেয়ারম্যান মনোজ আহুজা
Manoj Ahuja appointed as new Chairman of CBSE

১৩ মে : সিনিয়র আইএএস অফিসার মনোজ আহুজাকে সিবিএসই-র চেয়ারপার্সন হিসেবে মনোনীত করা হয়েছে। ১৯৯০ সালের ওডিশা ব্যাচের এই অফিসার লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন-এর পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগের বিশেষ সঞ্চালক পদে ছিলেন। সঙ্গে সিবিএসই-র পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, বোর্ড নতুন চেয়ারম্যান পেয়েছে। মনোজ আহুজা বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছেন। তিনি আইএএস অফিসার অনিতা কারোয়ালের স্থালাভিষিক্ত হচ্ছেন। তাঁকে এপ্রিলের শেষ সপ্তাহে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের স্কুল এডুকেশন ও লিটারেসি বিভাগের সচিব করা হয়েছে।