India & World UpdatesHappeningsBreaking News
Maharashtra leads Khelo India medal tally, Tripura best in NEখেলো ইন্ডিয়ায় পদক তালিকায় শীর্ষে মহারাষ্ট্র, উত্তরপূর্বে সেরা ত্রিপুরা
১৩ জানুয়ারি : তৃতীয় খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া উৎসবে জাতীয় স্তরে পদক তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তবে উত্তর-পূর্বের মধ্যে সেরা রাজ্যের শিরোপা পেয়েছে ত্রিপুরা। এ পর্যন্ত মহারাষ্ট্র মোট ৩৮টি পদক জিতেছে। এরমধ্যে ১২টি সোনা, ১০টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ। ২৩টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। এরমধ্যে ৮টি সোনা, ৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে উত্তর প্রদেশ। ৭টি সোনা, ৩টি রুপো ও ৬টি বোঞ্জ সহ মোট ১৬টি পদক ছিনিয়ে নিয়েছে এ রাজ্য।
উত্তর পূর্বের রাজ্যের মধ্যে ৫টি পদক নিয়ে প্রথম স্থানে ত্রিপুরা। এরমধ্যে ৪টি সোনা ও ১টি রুপো। এরপর রয়েছে মণিপুর। মোট ১০টি পদকের মধ্যে ২টি সোনা, ১টি রুপো ও ৭টি ব্রোঞ্জ। আসামের ঝুলিতে গেছে মোট ৬টি পদক। এরমধ্যে ১টি সোনা, ২টি রুপো ও ৩টি বোঞ্জ। মিজোরাম পেয়েছে ১টি সোনা। তবে উত্তর পূর্বের বাকি রাজ্য এখনও কোনও পদক হাসিল করতে পারেনি।
অন্যদিকে, এ পর্যন্ত হরিয়ানার স্থান উত্তর প্রদেশের ঠিক পরেই। হরিয়ানার ২২টি পদকের মধ্যে ৫টি সোনা, ১০টি রুপো ও ৭টি ব্রোঞ্জ। পঞ্চম স্থানে গুজরাট, মোট পদক ১৫টি, এরমধ্যে ৫টি সোনা, ৫টি রুপো ও ৫টি ব্রোঞ্জ। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া শুরু হয়েছিল। এই ক্রীড়া মহোৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধ্অনী পর্বে এর সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।