Barak UpdatesHappeningsBreaking News

ইটভাটায় নিহত দুই কিশোর আলতাফ হোসেনের নিকটাত্মীয়!

ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : কাছাড় জেলার কালাইন লক্ষীপুরে ইট কারখানায় চিমনি বিস্ফোরণে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি কাটিগড়ার বিভিন্ন এলাকায়৷ দুইজন বিহারের বাসিন্দা৷ তাঁরা পিতা-পুত্র৷ শনিবার বিকালে সকলের ময়নাতদন্ত সম্পন্ন হয়৷ স্থানীয় তিনজনের দেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা৷ পেডমিন পাসোয়ান ও তাঁর ছেলে সুনীলের দেহ রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে তাঁদের বিহারের বাড়িতে পাঠানো হয়৷ ইটচুল্লি সাজানোর এক্সপার্ট হিসাবে বিহার থেকে দশজনকে এনেছিলেন এসএবিআই ইটভাটার কর্ণধার আলতাফ হোসেন৷ স্থানীয় তিনজনের মধ্যে ভৈরবপুর মসজিদের ইমাম মৌলানা আবু সুফিয়ান এসেছিলেন এই বছরের জন্য ইটভাটা শুরুর প্রথম দিনে ধর্মীয় ক্রিয়াকর্ম সেরে নিতে৷ বাকি দুই শিশুর মধ্যে রাহাত ফারহান আলতাফের নাতি, অপরজন তাঁরই নিকটাত্মীয় আশ্রাফুল ইসলাম তাঁর বাড়িতে থেকে পড়াশোনা করত৷ দুই কিশোরী ইটভাটায় এসেছিল প্রথম দিনের পরবে অংশ নিতে৷

কাটিগড়ার সার্কল অফিসার মিনার্ভা দেবী আরামবাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে৷ নিহত বিহারিদের বাড়ি পাঠানোর ব্যবস্থা হচ্ছে৷ আহতদের প্রশাসনের তরফে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ একই কথা শুনিয়েছেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া৷ তিনি বলেন, প্রশাসনিক তদন্তের বাইরে পুলিশও পৃথক তদন্ত করছে৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, আলতাফ হোসেন নিয়মনীতি লঙ্ঘন করেই ইট তৈরি করেন৷ কারখানা শুরুর জন্য প্রয়োজনীয় অনুমতি ছাড়াই তিনি কাজ শুরু করেন৷ চিমনি ঠিকঠাক হলো কিনা, পরীক্ষা করে সার্টিফিকেট দেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার পরিদর্শক৷ একই ভাবে পরিবেশে অতিরিক্ত দূষণ ঘটাবে কিনা, এ সংক্রান্ত রিপোর্ট দেন পলিউশন কন্ট্রল বোর্ড৷ আলতাফের এর কোনওটা ছিল না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker