India & World UpdatesBreaking News
আপ বিধায়কের বাড়িতে আয়কর হানা, উদ্ধার আড়াই কোটিIT raid at AAP MLA’s house, 2.5 crore recovered
৯ মার্চ : বিধায়কের বাড়িতে আয়কর হানায় উদ্ধার হল নগদ আড়াই কোটি টাকা। সঙ্গে আরও কিছু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নয়া দিল্লির উত্তমনগরে আম আদমি পার্টির বিধায়ক নরেশ কল্যাণের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের একটি দল। তল্লাশি চালানো শনিবার সকাল পর্যন্ত।
আয়কর দফতর সূত্রেই বলা হয়েছে, আপ বিধায়কের বাড়ি থেকে নগদ আড়াই কোটি টাকা ও আরও কিছু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এ ব্যাপারে আম আদমি পার্টির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।
এর কিছুদিন আগেও বিধায়ক নরেশ কল্যাণের নাম সংবাদ শিরোনামে ঊঠে এসেছিল। সে সময় তিনি দিল্লির প্রাক্তন মুখ্যসচিবকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। তিনি অভিযোগ করেছিলেন, প্রাক্তন মুখ্যসচিব মানুষের কাজে বাধা দেন বলে তাঁর মার খাওয়া উচিত। ২০১৫ সালে নির্বাচন কমিশন তাঁর বাড়িতে তল্লাশি চালায়। তাঁর বাড়িতে বেআইনিভাবে মদ মজুত করে রাখা হয়েছে বলে অভিযোগ পেয়ে কমিশন অল্লাশি চালায়। দলের মধ্যেও তাঁর বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। ২০১৫ সালেই আপের পক্ষে তাঁকে হরিয়ানের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্তে দলের একাংশ ক্ষোভ ব্যক্ত করেছিলেন। এর জেরে দলের ৭ সদস্য পদত্যাগ পর্যন্ত করেছিলেন।