Barak UpdatesHappeningsBreaking News

দ্রুত স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার দাবিতে শিলচরে ডিওয়াইএফআইর বিক্ষোভ

ওয়েটুবরাক, ১৫ জুলাই : করোনা মহামারির প্রথম পর্যায় থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্যায়ে সঠিক পরিকাঠামো গড়ে এই মহামারিকে মোকাবেলা করতে আমাদের দেশ ব্যর্থ হয়েছে। এমনই অভিযোগ করল ডিওয়াইএফআই৷ তাদের কথায়,  হাসপাতালগুলোতে সিটের অভাব, অক্সিজেনের অভাব, টেস্ট রিপোর্ট আসতে অত্যধিক দেরি, এমনকী মৃতদেহ শেষকৃত্যের জায়গাগুলো ও পরিপূর্ণ হয়ে অসংখ্য মৃতদেহ নদী, নালায় ভাসতে দেখা গেছে, যা অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয় পর্যায় শেষ হতে না হতে তৃতীয় পর্যায় আসারও পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই আর দেরি না করে অতিসত্বর সঠিক পরিকাঠামো গড়ে তোলার দাবি জানায় সংগঠনের কাছাড় জেলা কমিটি৷ তাঁরা আজ বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করেন৷ পরে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রেরণ করেন।
বাম যুবাদের এক প্রতিনিধি দল জেলার গ্রামাঞ্চলের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে এক উদ্বেগজনক চিত্র স্মারকপত্রে তুলে ধরেন৷ তা সমাধানের জন্য জেলাশাসকের মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Rananuj

করোনার তৃতীয় ঢেউয়ে যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার আভাস মিলছে, তাই জেলার ছোটবড় প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে শিশু বিশেষজ্ঞ নিয়োগ এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, বেডের সংখ্যা, স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি করে হাসপাতালগুলোকে কর্মক্ষম করে তোলার দাবি জানান তাঁরা।

এছাড়া, ২০০৭ সালে বাঁশকান্দি পিএইচসিকে কে সিএইচসিতে রূপান্তরিত করার নোটিফিকেশন জারি করলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। বাঁশকান্দি, বাগপুর, নিয়াইরগ্ৰাম, গোবিন্দপুর,আলগাপুর সহ বিশাল সংখ্যক জনসাধারণের স্বার্থে এই হাসপাতালকে অতিসত্বর সিএইচসিতে রূপান্তরিত করার আর্জি জানায় ডিওয়াইএফআই৷

সংগঠনটি জানিয়েছে, বর্তমান সময়ে মানুষের রোজগারে ভাটা পড়েছে এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে৷ তাই সেদিকে নজর দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন যেকোনও রোগীর অবস্থা আশংকাজনক হলে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সরকারি ভরণপোষণে বেসরকারি হাসপাতালে অথবা যে কোনও উপায়ে চিকিৎসা করানোর দায়িত্ব সরকারের নেওয়ার দাবিও রাখা হয়েছে। পাশাপাশি জেলার সর্বত্র পর্যাপ্ত পরিমাণে ভেক্সিনের যোগান দেওয়ারও দাবি জানানো হয়

আজকের বিক্ষোভ প্রদর্শন শেষে স্মারকপত্র প্রেরণ কালে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দেবজিত গুপ্ত, সভাপতি পাভলভ লস্কর, শিলচর শহর কমিটির সম্পাদক সারস্বত মালাকার, টিংকু লস্কর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker