Barak UpdatesBreaking News

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে খুন করে পালাল যুবক
Man escapes after killing wife in his in-laws house

২ এপ্রিলঃ স্বামীর ছোরার ঘায়ে প্রাণ হারালেন যুবতী। নিহতের নাম সোনা বেগম। কাজিডহরের যুবক আফজল হোসেন চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছিল তার। কিন্তু সংসার সুখের হয়নি। ঝগড়াঝাটি লেগেই ছিল। চলত মারপিটও।

Rananuj

যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে এসেছিলেন লক্ষ্মীপুর মহকুমার রূপাইবালিস্থিত বাপের বাড়িতে। সোমবার রাতে সেখানেই আসে আফজল। প্রচুর কথা কাটাকাটি হয় স্বামী-স্ত্রীতে। তবু রাতে তাঁর থাকার ব্যবস্থা করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু রাত তিনটা নাগাদ সবাই যখন নিদ্রায় বিভোর, তখনই ছুরি হাতে সোমার ওপর হামলে পড়ে আফজল। পরপর কয়েকটি ঘা বসায়।

বাড়ির অন্যরা ঘুম থেকে উঠে আসতে আসতে সে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোমার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এজাহার গ্রহণ করে তদন্তে নেমেছেন তারা। আফজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শীঘ্র গ্রেফতারের জন্য জাল বিছানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker