Barak Updates

বাঙালিদের মৃণাল-জিতেনের হুঁশিয়ারি, গ্রেফতার দাবি সিআরপিসিসির

২৫ অক্টোবরঃ ১৯৮২ সালের দিন ফিরিয়ে আনার হুঙ্কার দিলেন আলফার আলোচনাপন্থী নেতৃবৃন্দ। বাঙালিদের রীতিমত হুঁশিয়ার করে মৃণাল হাজারিকা ও জিতেন দত্ত এই হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের এই বিষোদগারে গভীর ক্ষোভ ব্যক্ত করেছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি,আসাম। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাঁরা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য গণহত্যার প্ররোচনা দেওয়া ছাড়া আর কিছু নয়। অসমে যেখানে প্রায়ই ভ্রাতৃঘাতী সংঘর্ষ বাঁধে সেখানে এ ধরনের মন্তব্য রাজ্যের বাংলাভাষীদের জীবন ও সম্পত্তিকে ধ্বংস করে পুনর্বার উদ্বাস্তুতে পরিণত করে দিতে পারে । উগ্র-প্রাদেশিকতাবাদিদের চক্রান্ত বাস্তবায়নের পথ সুগম করে দিচ্ছে আলোচনাপন্থী ‘আলফা’র এধরনের প্ররোচনা মূলক বক্তব্য । অথচ রাজ্য সরকার এসব দমনের কোনও উদ্যোগ নেওয়া তো দূরের কথা, বরং নীরবে সাহায্য করছে । অথচ যারা উগ্র-প্রাদেশিকতাবাদীদের চক্রান্তের বিরুদ্ধে কথা বলছে পুলিশ তাদের ডেকে নিয়ে মিথ্যা অভিযোগে হেনস্থা করছে । সিআরপিসিসি’র পক্ষ থেকে এও বলা হয়েছে, রাজ্যে উগ্র-প্রাদেশিকতাবাদীশক্তি বারবার সরকারের অনুমতি নিয়ে  বাংলাভাষীদের বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন সংগঠিত করছে অথচ যারা অত্যাচারিত তারা প্রতিবাদ করতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে । রাজ্য সরকারের এধরনের অ-গণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করে রাজ্যের বিভেদ সৃষ্টিকারী আলফা নেতাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জোরালো দাবি উত্থাপন করে সিআরপিসিসি । অন্যথায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করার হুমকি দেওয়া হয় সংগঠনের তরফে । এছাড়াও বৃহস্পতিবার সংগঠনের কাছাড় জেলা কমিটি ও যৌথ আন্দোলন পরিচালন সমিতির এক সভা কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত হয়। সভায় আগামী ১৩ নভেম্বরের শিলচরের গণমিছিলকে সফল করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে ।  সিআরপিসিসি’র পক্ষ থেকে জেলার সবকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিরোধী  রাজনৈতিক দলের সদস্যদের নিজ নিজ ব্যানার নিয়ে মিছিলে যোগ দিতে অনুরোধ করা হয়েছে। সভায় কংগ্রেস, সিপিআই, এস ইউ সি আই  ( কমিউনিস্ট ) দলের সদস্য ছাড়াও এ আই ডি এস ও, আকসা, মজুরি শ্রমিক ইউনিয়ন, বরাক হিউম্যান রাইটস প্রোটেকশন কমিটি, নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি কমিটি, হিউম্যানিটি ফাউন্ডেশন প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সভায় পৌরোহিত্য করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তপোধীর ভট্টাচার্য ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker