India & World UpdatesBreaking News
দেশের পরবর্তী নৌসেনা প্রধান হচ্ছেন করমবীর সিংKarambir Singh to be the next Navy Chief
২৪ মার্চ : দেশের পরবর্তী নৌ সেনা প্রধান হিসেবে নিযুক্ত হচ্ছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। শনিবারই প্রতিরক্ষা মন্ত্রক থেকে এ কথা জানানো হয়েছে। বর্তমান নৌ সেনা প্রধান সুনীল লাম্বার কার্যকাল আগামী ৩১ মে শেষ হচ্ছে। তাঁর জায়গায় আসীন হচ্ছেন করমবীর সিং।
১৯৮০ সালের ভারতীয় নৌসেনায় যোগ দেন করমবীর। এরপর ১৯৮২ সালে তিনি নৌসেনার কপ্টার পাইলট নিযুক্ত হন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নৌবাহিনী ইস্টার্ন কমান্ডের কমান্ডিং ইন চিফ নিযুক্ত হন তিনি। মূলত পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা হলেও মহারাষ্ট্রের রারনেস স্কুল থেকে তিনি স্নাতক হয়েছেন। এরপরই যোগ দিয়েছেন নৌবাহিনীতে। টানা ৩৭ বছরের কর্মজীবনে একাধিক খেতাব পেয়েছেন ভাইস অ্যাডমিরাল করমবীর। তিনি অতি বিশিষ্ট সেনা পদক ও পরম বিশিষ্ট সেনা পদকে সম্মানিত হয়েছেন। করমবীর সিং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ চাঁদবিবি, ক্ষেপণাস্ত্রবাহী আইএনএস বিজয়দুর্গের মতো জাহাজের দায়িত্বেও ছিলেন।