Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে কুশিয়ারার পারে কীর্তন করে বিক্ষোভ দেখাল ইসকনISKCON protests by chanting ‘kirtan’ on the banks of Kushiara
ওয়েটুবরাক, ২৩ অক্টোবর : বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর, সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আজ শনিবার কীর্তনের মাধ্যমে প্রতিবাদী মিছিল বের করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ওরফে ইসকন। সীমান্ত শহর করিমগঞ্জে সকাল এগারোটায় কর্ণমধু ইসকন মন্দির থেকে হরিনাম সংকীর্তন সহযোগে মিছিল বের হয়৷ শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে ভারত- বাংলা সীমান্ত কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন প্রতিবাদকারীরা। করিমগঞ্জ ইসকনের নৃসিংহ মহারাজের নেতৃত্বে মাইক যোগে বেশকিছু সময় হরিনাম সংকীর্তন চলে।
অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তথা এআইডিসি চেয়ারম্যান মিশনরঞ্জন দাস বলেন, সনাতন সভ্যতা পাঁচ হাজার বছরের অধিক সময় থেকে বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠীকে আপন করে নিয়েছে। বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, রামায়ণ, মহাভারত সহ ধর্মগ্রন্থে মানবতার কথা বর্ণিত রয়েছে বলে মন্তব্য করেন মিশনরঞ্জন।
ধর্মান্ধ মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান বিজেপি নেতা দাস। ইসকনের সন্ত নৃসিংহনন্দজী মহারাজ বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পূর্ব পরিকল্পিত। ধর্মান্ধ উগ্র মানসিকতা সম্পন্ন ইসলামিক মৌলবাদীদের আস্ফালন রুখতে হাসিনা সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি৷
এদিনের কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু জেলা সম্পাদক বিশ্বজিৎ নাগ চৌধুরী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক, কমলাক্ষ চৌধুরী, অনুপম দাস চৌধুরী, শুভ্রপ্রকাশ দেব, রাজশেখর দত্ত, দুর্গা বাহিনীর গ্রন্থা চক্রবর্তী, বিজেপির সরিষা-মহিশাসন মণ্ডলের সাধারণ সম্পাদক দেবদুলাল দাস, পিঙ্কি নাথ, সুদীপা চক্রবর্তী, প্রমুখ। অবস্থান ধর্মঘট শেষে অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হয়।