Barak UpdatesHappeningsBreaking News

৬-৭ দিনে বরাকে সংক্রমণ অনেক বেড়ে যাবে, অক্সিজেন নিয়ে ভাবছেন শিলচরের সাংসদ
In next 6 to 7 days, Covid cases will witness a steep rise, situation to be critical if Covid SOP not followed: MP

১০ দিনে অক্সিজেনের চাহিদা বেড়েছে ২০ গুণ
Demand for oxygen has increased 20 times in last 10 days

ওয়েটুবরাক, ১৩ মে: বরাক উপত্যকায় করোনা পরিস্থিতি ভয়াবহতর হয়ে উঠতে চলেছে৷ আগামী ৬-৭ দিনে তা মারাত্মক চেহারা নেবে বলে আশঙ্কা করছেন শিলচরের সংসদ ডা. রাজদীপ রায়৷ তিনি আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, করোনা বিধি বা রাজ্য সরকারের নতুন এসওপি সবাইকে কঠোর ভাবে মেনে চলতে হবে৷ একমাত্র তাহলেই ৬-৭ দিন পরে করোনা ভাইরাসের ক্রমবর্ধমান গতি কিছুটা কমে আসতে পারে৷ মানুষ সতর্ক না হয়ে ভাইরাসকে যদি অবাধ বিচরণের সুযোগ দেওয়া হয়, তবে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠবে৷

Rananuj

তিন উপত্যকার ৪০ লক্ষ মানুষের জন্য যে একটিই মেডিক্যাল কলেজ রয়েছে, এরও উল্লেখ করেন শিলচরের সাংসদ৷ তাঁর দুশ্চিন্তা এখানেও না অক্সিজেনের সংকট দেখা দেয়৷ কারণ গত ১০ দিনে শিলচর মেডিকেল কলেজে অক্সিজেনের চাহিদা বেড়েছে ২০ গুণ৷ এখানে অক্সিজেনের নতুন প্লান্ট বসিয়েও নগাঁও থেকে আনতে হচ্ছে ১৫ মেট্রিক টন ৷ সেখানে অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে এই ১৫ মেট্রিক টন নাও পাওয়া যেতে পারে৷ তখনই বিপদে পড়তে হতে পারে৷

চিকিৎসক-সাংসদের বিশ্লেষণ, গত বারের মত পরিস্থিতি এ বার নয়৷ এই বছর সংক্রমণ হার বেশি, মৃত্যুর হারও বেশি৷ এ ছাড়া, গত বছর বৃদ্ধদের জন্যই এই ভাইরাস বিপজ্জনক ছিল৷ এ বার সব বয়সের প্রাণ কেড়ে নিচ্ছে৷

শিলচরের নতুন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও এদিন সাংসদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন৷ তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাতে পিপিই কিট পরে কোভিড ওয়ার্ডে ঢুকেছিলেন৷ রোগীদের সঙ্গে কথা বলেছেন৷ সবাই মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন৷ এটা তাঁর কাছে স্বস্তির বিষয়৷

সাংবাদিক সম্মেলনে নিত্যভূষণ দে, বিমলেন্দু রায় এবং দেবাশিস সোমও নিজেদের বক্তব্য পেশ করেন৷ তারা বলেন, দল কাছাড় জেলায় কোভিড হেল্পডেস্ক তৈরি করেছে৷ জেলা সম্পাদক গোপাল রায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন৷ আগামী ১৫ দিন দলের জেলা কার্যালয় বন্ধ থাকবে৷ সবাইকে বলা হয়েছে, রাজনৈতিক কর্যকাণ্ড বন্ধ রেখে আগামী ১৫ দিন জেলার সব স্তরের কর্মীরা যেন কোভিড মোকাবিলায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker