NE UpdatesBarak UpdatesBreaking News

ত্রিপুরার কোনও মন্দিরে বলি চলবে না, হাইকোর্টের রায়
Historic judgement: No more animal sacrifice in the temples of Tripura, orders High Court

২৭ সেপ্টেম্বরঃ ত্রিপুরার কোনও মন্দিরে পশুবলি চলবে না। ঐতিহাসিক রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অরিন্দম লোধ মুখ্যসচিবকে এই নির্দেশ কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন। সুভাষ ভট্টাচার্য নামে ত্রিপুরার এক অবসরপ্রাপ্ত জেলা বিচারক পশুবলির উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা করেছেন। শুনানি শেষে এর ওপর রায় দিতে গিয়ে বিচারপতিদ্বয় বিশেষ করে ত্রিপুরেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতা বাড়ির কথা উল্লেখ করেন। তাঁদের কথায়, কেউ দেবতার নামে উতসর্গ করতে চাইলে মন্ত্র পড়া পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু বলি চলবে না।

Rananuj

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক যুক্তি দেখান, এমন নিষেধাজ্ঞায় মানুষের ধর্মপালনের মৌলিক অধিকার আঘাতপ্রাপ্ত হবে। বিচারপতিরা তা মানতে রাজি হননি। রায়ে উল্লেখ করেন, সংবিধানই পশুবলি মেনে নেয়নি। ফলে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারে আঘাতের প্রশ্ন ওঠে না।

আসলে রাজন্যশাসিত ত্রিপুরার ভারতভুক্তির সময়ে চুক্তি হয়, সরকারি খরচে ত্রিপুরেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতা বাড়িতে তাদের ধর্মীয় রীতি মেনে পশুবলি দেওয়া হবে। এতদিন তা-ই চলে আসে। এমনকী বামফ্রন্ট সরকারও নিয়মিত রাজকোষ থেকে পশুবলির অর্থ জুগিয়ে যায়। হাইকোর্টের রায়ে এখন চুক্তির ওই অংশ আর কার্যকর হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker