Barak UpdatesHappeningsBreaking News

বিভিন্ন স্থান ঘুরে ৬৭৩ পরিবারকে খাবার সামগ্রী দিল হিন্দু সংহতি
Hindu Samhati provides food items to 673 families

১০ মার্চ : লকডাউনের সময় খেটে খাওয়া গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াল হিন্দু সংহতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের সময় বরাকের বিভিন্ন জায়গায় প্রায় ৬৭৩ পরিবারে তিন হাজার মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছানো হয়েছে। এই খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল,ডাল, তেল, সোয়াবিন, লবণ, বিস্কুট, সাবান ইত্যাদি।

Rananuj

হিন্দু সংহতির পক্ষ থেকে গত কয়েকদিনে শিলচরের শরৎপল্লি, রংপুর, করাতিগ্রাম সহ ঘুঙগুর ভেটেরিনারি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া লক্ষীপুর, নাইদল, দিলখুশ, থাইলু, বরথল, সোনাই সহ করিমগঞ্জের কয়েকটি স্থানে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে হিন্দু সংহতির পক্ষে বলা হয়, লকডাউনের সময় সবাই যেন বাইরে না বেরিয়ে ঘরে থাকেন।

এদিকে হিন্দু সংহতি নিজামুদ্দিনের তবলিগ সদস্যদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠন বলেছে, সরকার বারবার অনুরোধ করার পরও যখন তবলিগ ফেরত সদস্যরা কোয়ারান্টিনে না গিয়ে লুকিয়ে থেকে সবার জীবন বিপন্ন করছেন, সেজন্য এটিকে আইনি অপরাধ হিসেবে গণ্য করা প্রয়োজন। তাছাড়া এই লোকডাউনে বিভিন্ন ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় হিন্দু সংহতির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়। সংগঠনের সদস্যরা জানিয়ে দিয়েছেন, যদি সরকার লকডাউনের সময়সীমা আরও বাড়িয়ে দেয়, তাহলে আগামী দিনগুলোতেও এই সেবা কর্মসূচি চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker