Barak UpdatesHappeningsBreaking News
Tension mounts at Ghoniala, CRPF brought into actionঘনিয়ালায় উত্তেজনা, সিআরপি মোতায়েন
2 আগস্টঃ রামমন্দির শিলান্যাসের পোস্টার সাঁটা ঘিরে ঘনিয়ালা মোকাম রোডে রবিবার রাতে দুই গোষ্ঠীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠেলাধাক্কা, ইট-পাটকেল ছোঁড়া চলে কিছুক্ষণ। মালুগ্রাম থানার ইনচার্জের নেতৃত্বে পুলিশ বিবাদ মেটাতে গেলে তারাও অল্পবিস্তর জখম হন। পরে সিআরপি মোতায়েন করা হয়।তারা রাবার বুলেট ছুঁড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেন। পদস্থ পুলিশকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন।
একাংশ এলাকাবাসী জানান, পৃথক ঘটনায় উত্তেজনার সূত্রপাত শনিবার দুপুরেই। রবিবার পোস্টার সাঁটার ঘটনায় তা বৃহত আকারে বেরিয়ে আসে।
উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার উভয় সম্প্রদায়ের শুভবুদ্ধি জনতার আক্ষেপ, রামমন্দির-বাবরি মসজিদ চরম বিবাদের সময় মালুগ্রাম-ঘনিয়ালার মানুষ এলাকায় কোনও অশান্তি হতে দেননি। এখন মূল বিবাদ মিটে গিয়েছে। আর এখানে উত্তেজনা ছড়িয়ে পড়ল! তাঁরা আশাবাদী, জেলা প্রশাসন ও পুলিশের যথোচিত ব্যবস্থা গ্রহণ এবং শুভবুদ্ধির মানুষদের প্রয়াসে দ্রুত স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।
Also Read: সোমবার দিনেও কার্ফু বৃহত্তর মালুগ্রামে! ….Curfew to continue in greater Malugram area on Monday!